সাতকানিয়া উপজেলার নামকরণ এর ইতিহাস হিসেবে জানা যায়, বৃটিশ শাসনামলে প্রশাসনিক ও বিচার কাজের স্বার্থে এই এলাকায় আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিলে বর্তমানে অবস্থিত সাতকানিয়া–বাঁশখালী আদালত ভবনের নামে ৭ কানি ভূমি (২৮০ শতক) জনৈক পেঠান নামক এক জমিদার সরকারের অনুকূলে হস্তান্তর/দান করেন।তখন থেকে এ উপজেলার নামকরণ সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
Comments