সবচেয়ে গুরত্বপূর্ন পয়েন্ট হচ্ছে প্লাস্টিক ব্যবহারে সচেতন হওয়া। চট্টগ্রামের নদী নালা খাল সব ভয়ঙ্করভাবে প্লাস্টিকে আক্রান্ত। এই প্লাস্টিক ভিনদেশের কেউ এসে ফেলছেনা। আমরাই এর জন্য দায়ী। আমরা সচেতন না হলে কতৃপক্ষের কিছু করার নেই। প্রতিবছর ড্রেন পরিষ্কার করেও কোন লাভ হবেনা যদি আমরা সচেতন না হই।
Comments